
বৃত্ত
গল্প মানে ঘটনার ধারাপাত । গল্প মানে ঘটনার আড়ালে ঘটনার কথা ৷ সে কথা কখনো বিশাল পাতা জুড়ে, কখনো মাত্র কয়েকটি পাতায় আঁকা ৷ দশ লাইনেও হতে পারে একটি ভালো গল্প, যদি সেটায় থাকে জীবনের গভীর কথা ৷ হাজার লাইন হলেই গল্প হয় না, যদি না গল্প হয়ে ওঠে জীবনের ব্যথা ৷ আটটি ভিন্নধর্মী ছোটগল্প নিয়ে ‘বৃত্ত’ -র সজ্জা ৷ বাকিটুকু দেখুন