কি এবং কী – এর পার্থক্য By অপূর্ব চৌধুরী
আমি নিজেও তেমন একটা মানি না নিয়মটি । তবে মানা উচিত, যদি জানা থাকে । মানতে পারলে ভালো ।
‘কি’ বা ‘কী’ – দুটোই প্রশ্নবোধক শব্দ । কোনো প্রশ্ন করতে শব্দ দুটো ব্যবহার করা হয় ।
যদি কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না এমন কিছু আসে, সেখানে ‘কি’ ব্যবহার করতে হবে ।
যদি কোনো প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ অথবা না এর পরিবর্তে একটা কিছু উত্তর আসে, সেখানে ‘কী’ ব্যবহার করতে হবে ।
উদাহরণ –
ধরুন, আমাকে কেউ জিজ্ঞেস করলো –
তুমি কি খাবে ?
– মানে হলো – আমি খাবো কিনা সেটা জানতে চাইছে । উত্তর – হ্যাঁ অথবা না । তাহলে এখানে ‘কি’ শব্দ বসবে ।
আবার ধরুন, কেউ জানতে চাইলো আমার কাছে-
তুমি কী খাবে ?
– মানে হলো আমি কোন খাবারটি খাবো বা আমার খাবার মেনুটির নাম । উত্তরে আমি হয়তো বললাম – আমি চা খাবো । তারমানে এখানে ‘কী’ এর উত্তরে একটা কিছু উত্তর আছে, চা খাবো । উত্তর কেবল হ্যাঁ কিংবা না নয় । তাহলে এখানে ‘কী’ বসবে ।