কবিতা কি By অপূর্ব চৌধুরী
আমি কবি নই, আমি কবিতার পাঠক । সে পাঠ আমার ভেতর । কবিতা আমার আনন্দ । কবিতা আমার কাছে শব্দের কড়ি খেলা । কবিতা আমার অনুভবের পাঠ । কবিতাকে অনুভব করতে গিয়ে বসাই আমাকে পাঠের মেলা । বইয়ের কবিতা পাঠ তেমন নেই । হয়তো প্রবাসে থাকায় পাঠের এমন অপ্রতুলতা ।
অনুভবের সুরে দানা বেঁধে যে শব্দগুলো ডানা মেলে, সেটিই আমার কাছে কবিতা । হতে পারে তা ছন্দের কদমে বাঁধা, হতে পারে তা চলতে চলতে তৈরী হওয়া শব্দের স্বনে রাঁধা ।
সব কবিতাই আসলে নিজের ভেতর আরেকটি কবিতা শোনার নিষ্ঠা । সব কবিই আসলে নিজের ভেতরকে পড়া গভীর এক পাঠকের চেষ্টা ।
যা পড়া যায় না, যা দেখেও দেখা যায় না, যা বুঝেও বোঝানো যায় না, তাকে অনুভবের পঙতিমালায় গাঁথার নাম কবিতা ।