প্যান্ডেমিকে স্কুলগামী বাচ্চাদের মানসিক সমস্যা এবং করণীয় By ডা. অপূর্ব চৌধুরী, London, England


প্যান্ডেমিকে বড়রা ভাইরাস আক্রান্ত হয়েছে বেশি । কিন্তু ছোটরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মানসিক সমস্যায়, যা সহজে চোখে পড়ে না, বা পড়বে না ।

দু বছরের বেশি বিভিন্নভাবে স্কুল বন্ধ থাকায় স্কুল বয়সী বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে এবং দেখা যাবে । বড়রাও, বিশেষ করে টিনেজ এবং তরুণ-তরুণীরাও এই প্যান্ডেমিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ধরনের মানসিক সমস্যায় জড়িয়ে গেছে । যা অনেক ক্ষেত্রে তারাও বুঝতে পারছে না । বড়রা তাদের মানসিক সমস্যাগুলো বুঝতে এবং অন্তত বলতে পারলেও সবচেয়ে কম পারে ছোটরা ।

বাচ্চাদের মানসিক সমস্যাগুলোর দিকে যথাসময়ে নজর না দিলে পরিণত বয়সে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারে । মানসিক সমস্যাগুলো থাকলে বাচ্চাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের গঠন । সাথে তাদের শিক্ষা গ্রহণের মূল কাজটাতেই অজান্তে বাধা সৃষ্টি হয়, যা বাহির থেকে বোঝা যায় না ।

অভিভাবক সহ পরিবারের বড় সদস্যরা এবং স্কুলের শিক্ষকদের নিজ উদ্যোগেই পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এই সময়ে বাচ্চাদের মানসিক সমস্যাগুলোর দিকে লক্ষ্য রাখুন । তাদের আচরণে, প্রতিক্রিয়ায়, বিষন্নতায়, কোন ধরনের পরিবর্তন বেশি সময় ধরে চললে তাদের সাথে কথা বলুন । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন । শিক্ষকরা এ ব্যাপারে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ে সচেতনমূলক প্রোগ্রাম করুন। ক্লাসে লক্ষ্য রাখুন কোন বাচ্চাটি আগের চেয়ে ভিন্ন রকম আচরণ কিংবা পড়াশোনায় অমনোযোগী কিংবা উপস্থিতির হার কমিয়ে দিচ্ছে কিনা ।

প্রতিটি সন্তানই আমাদের সবার সন্তান ।



February 9th, 2022