
ভাইরাস ও শরীর
২০২০, ভাইরাসের বছর । নতুন করোনাভাইরাস । SARS-CoV-2 ভাইরাসের । আর এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে COVID-19 প্যান্ডেমিক । একশো বছর আগে পৃথিবী দেখেছিলো এমন আরেকটি প্যান্ডেমিক – স্প্যানিশ ফ্লু । সেটিও ছিল ভাইরাসের একটি তাণ্ডবলীলা ।
ভাইরাস বদলে দিয়েছে আমাদের চেনা পৃথিবী, জীবন, অর্থনীতি, স্বাস্থ্য এবং শরীর । দু’হাজার বিশে পরিচিত পৃথিবীর বদলে যাওয়ার শুরু হলেও এ পরিবর্তন নিত্য চলছে আরও আগে থেকেই । এমন চলবে এবং সামনে আরও আসবে জীবাণুর সাথে মানুষের যুদ্ধ, প্রকৃতির সাথে শরীরের সংগ্রাম । ভাইরাসের সাথে মানুষের এমন লড়াইয়ে ভাইরাস নিয়ে জানা তাই জরুরি । সাথে আছে স্বাস্থ্য এবং শরীর নিয়ে হাজারো দরকারি খুঁটিনাটি ।
ডা. অপূর্ব চৌধুরী তার চিকিৎসক জ্ঞান, বিজ্ঞানী সত্তা এবং দার্শনিক-সাহিত্যিক সাবলীল লেখার সমন্বয়ে ভাইরাস এবং করোনাভাইরাসের বিভিন্ন বিষয় তুলে এনেছেন বইটিতে ।
ত্রিশটি প্রবন্ধের সমন্বয়ে, চারটি পরিচ্ছেদে বিভক্ত করে ভাইরাস, করোনাভাইরাস, শরীর এবং বিবিধে তুলে এনেছেন ভাইরাসের জন্ম-কথা থেকে, প্রাত্যহিক জীবনের সাথে সংশ্লিষ্ট মোবাইল ফোনের কথা, শরীরে বাসা বাঁধা বিভিন্ন রোগে মৃত্যুর পরিসংখ্যান থেকে বাদুড়ের শতেক ভাইরাস বহনের কথা, ভালো ঘুমের রহস্য থেকে ভিটামিনের গল্প, ওষুধ বিজ্ঞানের জটিল ব্যাখ্যাগুলো সহজ করে বলার সাথে সাথে শরীর এবং স্বাস্থ্য নিয়ে চিকিৎসা বিজ্ঞানের জটিল ব্যাখ্যাকে করা হয়েছে সাধারণের বোধগম্য ।
কঠিন বিষয় সহজ করে বলা অনেক কঠিন একটি কাজ । আবার সে কাজ করতে গিয়ে সহজ করে ফেলা মানে গভীরতা হারিয়ে ফেলা নয় । প্রতিটি প্রবন্ধের শেষে আছে তথ্য সূত্রের উল্লেখ । উৎসাহী সাধারণ পাঠক থেকে চিকিৎসক এবং বিজ্ঞানীদের জন্যে সে বিষয়ে আরও জানতে রয়েছে কৌতূহলী মনের পিপাসা মেটানোর আরও কিছু সূত্র ।
যারা বলে বিজ্ঞান মানে শুষ্ক কিছু বর্ণনার কথা, ভাইরাস ও শরীর বইটিতে বিজ্ঞান এসেছে নিত্য কথার ছলে, মজার মজার তথ্যের পরিবেশনের খোলে । স্বাস্থ্য এসেছে শরীরের চেনা সমস্যাগুলোর হাত ধরে, বিজ্ঞান এসেছে চেনা পৃথিবীর পরিচিত শব্দ এবং ব্যাখ্যায় জটিলতার পথ ভেঙে ।
সৃষ্টির শুরু থেকেই ছিল মানুষ এবং জীবাণুর সংগ্রাম । শরীর বার বার চেষ্টা করেছে প্রকৃতির বন্ধু হয়ে বাঁচতে । প্রকৃতি যখন খড়গ হয়ে উঠেছে, চিকিৎসক, বিজ্ঞানী এবং কৌতূহলী মানব মস্তিষ্ক প্রতিনিয়ত চেষ্টা করেছে সেই বৈরী প্রতিকূলতা থেকে বের হতে । তৈরি হয়েছে ভাইরাস নিয়ে জ্ঞান, শরীরকে বুঝতে গিয়ে স্বাস্থ্যকে আরও সুস্বাস্থ্য করতে জন্ম নিয়েছে গবেষণা আর উপলব্ধি ।
ভাইরাস ও শরীর বইখানি চিকিৎসক এবং বিজ্ঞানীদের তেমনই এক সমন্বিত চেষ্টার সাবলীল বিশ্লেষণ । কথাসাহিত্যিক অপূর্ব চৌধুরী’র সাথে চিকিৎসক এবং বিজ্ঞানী অপূর্ব চৌধুরী’র সমন্বয়ে মেডিক্যাল সায়েন্স সর্বজনীনের ভাষায় ফুটে উঠেছে ।
ভাইরাস ও শরীর, সাধারণ পাঠকদের সাথে সাথে চিকিৎসক এবং বিজ্ঞানীদের কৌতূহলী মনের তৃষ্ণা মেটানোর একটি অনন্য প্রচেষ্টা ।
ভাইরাস ও শরীর
ডা. অপূর্ব চৌধুরী
প্রচ্ছদ : ধ্রুব এষ
পৃষ্ঠা : ২৫৬
মলাট মূল্য : ৩৫০ টাকা
প্রকাশনী : চৈতন্য প্রকাশন