বৃত্ত


গল্প মানে ঘটনার ধারাপাত । গল্প মানে ঘটনার আড়ালে ঘটনার কথা ৷ সে কথা কখনো বিশাল পাতা জুড়ে, কখনো মাত্র কয়েকটি পাতায় আঁকা ৷ দশ লাইনেও হতে পারে একটি ভালো গল্প, যদি সেটায় থাকে জীবনের গভীর কথা ৷ হাজার লাইন হলেই গল্প হয় না, যদি না গল্প হয়ে ওঠে জীবনের ব্যথা ৷ আটটি ভিন্নধর্মী ছোটগল্প নিয়ে ‘বৃত্ত’ -র সজ্জা ৷

গল্পগুলো কোন ছাঁচে গড়া নয়, কোন ছকের আদলেও নয় ৷ প্রাত্যহিক জীবনের ট্রাফিকে হঠাৎ থেমে গিয়ে কিছু দেখা, কিছু চোখে পড়া, কিছুর মুখোমুখি হয়ে ভাবনার পেছনে যে কথামালা জমে ওঠে, তারই সমষ্টি বৃত্তে সাঁটা । অপূর্ব চৌধুরী’র একগুচ্ছ গল্প মূলত জীবনের রকমারি চলমানতার উপাখ্যান । সাধারণ ঘটনাকেও অনন্য করে তুলেছে লেখার সাবলীল গুন ৷ অল্প কথা বলতে গিয়ে যেখানে অনেক কথা বলতে হয়, বৃত্তে অনেক কথা বলতে গিয়ে প্রয়োজনীয় কথাকেই বেছে নেয় । 

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ – এ প্রকাশিত অপূর্ব চৌধুরীর সপ্তম বই, গল্পের প্রথম গ্রন্থ :

বৃত্ত

একগুচ্ছ গল্প

অপূর্ব চৌধুরী

চৈতন্য প্রকাশনী

প্রচ্ছদ : রাজীব দত্ত



February 12th, 2020