
অনুকথা দ্বিতীয় খন্ড
যুক্তির তর্কটাই দর্শন; দর্শনের ভাবটাই কাব্য ৷” মানুষ জন্মে এক টুকরো সাদা কাগজের মন নিয়ে ৷ দিন বাড়ে, মনের কাগজে পড়ে সময়ের রং ৷ কখনো ধূসর, কখনো রঙিন ৷ ভারী হতে থাকে জীবন পাতার সঞ্চয় ৷ কালে কালে বোধের পোতাশ্রয়ে ঘর বাঁধে অভিজ্ঞতার শিকড় ৷ জন্ম নেয় জীবন দর্শন ৷ প্রজন্ম থেকে প্রজন্মে উপলব্ধি ধার করে সেই প্রত্যয়, জীবনকে করতে চায় সহজ ৷ শিক্ষা, সম্পর্ক, বন্ধুত্ব, স্বভাব, জীবনকে আঁকড়ে থাকা অক্টোপাসের বাহুগুলো ভেতরকে ভাঙ্গে, বাহিরে দেয় সৌম্য মূর্তি ৷ “মনই আসল, মনেই নকল, মনেরই সব ছল ৷” তাই, ভাবনার দো’টানায় পড়ে রাজনীতি, সমাজ, শিক্ষা নিয়ে ভাবান্তরের খেলা ৷ দহনে পোড়া সেই অনুভব আসে কবিতা হয়ে, গল্প হয়ে, বই আকারে ৷ লেখক, লেখা, পাঠক, বই, সবই যেন এক মায়ের সন্তান ৷ সৃষ্টিশীলতার হাত ধরে জন্ম নেয় চারপাশকে ঘিরে জীবনের আড়ালে জীবনের কথা, যার অন্য নাম- অনুকথা : মন দর্শন জীবন ৷ “ভাল বই বার বার পড়লেও অনুপ্রেরণা পাওয়া যায়; বাজে বইগুলো এক বারের বেশি পড়লে ভালোটাকেই ভুলে যায় ৷